একটা প্রশ্ন অনেক আঘাত করে আমার মনে,
তুমি কি আজও আমায় ওম্নি চাও অন্তরণে।
দিন গুনে অনেক বছর পেরোলো,
আমার ভালোবাসার পেখম গজালো।
যায় যেখানে চোখ শুধু তোমাকেই দেখতে চায়,
জানিনা এই মন এতো ভালবাহা কোথায় পায়।
জীবনের কৌতূহলে প্রেম কি কমে যায়?
পথ ভোলা পথিকের মতো অন্ধকারে যদি রাস্তা খুঁজে না পায়?

